রবি শাস্ত্রীর যুগ শেষ হলো। ভারত দলের হেড কোচ হয়েছেন ‘দ্য পিলার’খ্যাত রাহুল দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই কোহলিদের গুরু হতে চলেছেন দ্রাবিড়।
এদিকে হেড কোচ হিসেবে দ্রাবিড়কে স্বাগত জানিয়েছেন তার সাবেক সতীর্থ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘দ্রাবিড়ের ক্যারিয়ার সত্যিই দুর্দান্ত। সে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কোচ হিসেবেও দুর্দান্ত সে। সে অনেক তরুণ ক্রিকেটারকে ভালোভাবে গড়ে তুলেছে এবং তাদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তার অধীনে ভারতীয় দল অন্য এক উচ্চতায় পৌঁছাবে।’
এদিকে বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের কোচ হয়ে উচ্ছ্বসিত দ্রাবিড়ও। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ভারত দলের কোচ! এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে! শাস্ত্রির অধীনে দল খুব ভালো খেলেছে এবং আমি এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
২০১৬ ও ২০১৮— দুই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন দ্রাবিড়। তার অধীনে ২০১৮-তে ঠিকই চ্যাম্পিয়ন হয় ভারতীয় যুবারা।