রাত অবধি ভোর গড়িয়ে
শীত শিশিরের দোল ছড়িয়ে
রোজ সকালে সবুজ পাতায়
সকল শিশির কণা হাসে,
ঘাসের ডগার এ ডাল সে ডাল
ছন্দ তুলে এ তাল সে তাল
নেচে গেয়ে ঘুরে বেড়ায়
ফড়িং এর দল অনায়াসে।
দূর আকাশের রবির হাসি
বললো সবুজ ভালোবাসি
ছুঁয়ে দিতে এলাম তাই,
ফড়িং সাথে খেলো খেলা
সবুজ ভূমি বসাও মেলা
বললো শিশির, গেলাম ভাই?