ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এর আগে সকাল ৯টা থেকে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়াইয়ের জন্য সাবেক সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।
তাপসের ছেড়ে দেয়া এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। আর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।