আমরা বাঙালী সব হুজুগে মাতাল
কোন, না বুঝে রাজনীতির দাবারই চাল।
দল নিয়ে করে আমরা মাতামাতি
শুধু, পড়ে পড়ে খাই মার কিল ঘুসি
পুলিশের লাঠি চার্জ বুটের লাথি।।
ওরে, চারটে খানিক কথা নয়
বুঝা রাজনীতি।
রাজনীতি সেতো হলো রাজার নীতি,
জনতাকে পক্ষে রাখতে স্বজন প্রীতি।
আমরা, বুঝিনে তাই হয় যে
করুণ পরিণতি।
সিংহাসনে থাকে দেখো রাজা বসে
মন্ত্রী ঘোড়া গজ বোড থাকে পাশে।
আর, সামনে থেকে বড়ির হয়
দেখো, যতো ক্ষতি।
রাজনীতি মানে এক দাবার খেলা,
ঘোড়ার চাল করে যেজন অবহেলা।
দেখো, বন্দী হয়ে যায় তখন
তার, রাজা মন্ত্রী।
ঘোড়ার আড়াই লাফ যেজন বোঝে,
রাজনীতি করা কেবল তারই সাজে।
কভু তো, দাবাতে হাবা হলে
তার, থাকে না গতি।
নাজনীতি মানে হলো টাকার নেশা,
ক্ষমতা নিজ হাতে পাওয়ার আশা।
আবার, কোটিপতিও হওয়া যায়
সব যে, রাতারাতি।