গেল বছর ভারতের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর দেশটির সরকারের সরাসরি হস্তক্ষেপ থাকায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যা এখনো চলমান।
এবার ক্রিকেট বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে নতুন পন্থা অবলম্বন করছে দেশটির ক্রিকেট বোর্ড। আর নতুন এই পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য হলো ক্রিকেট বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ রোধ এবং ক্রিকেট বোর্ডের আইনকে আরো শক্তিশালী করা।
বর্তমানে নতুন প্রস্তাবিত আইনের লক্ষ্য হলো বোর্ডের কাঠামো এবং বিভিন্ন স্তরে, যেমন স্কুল, জেলা এবং প্রদেশে ক্রিকেটকে আবারও পুনরুজ্জীবিত করা। সেই সঙ্গে বর্তমানে ক্রিকেট-দুর্নীতি ও অনিয়মগুলো উদ্ঘাটন করা এবং এই নতুন আইনে ক্রিকেট বোর্ড পরিচালনায় স্বচ্ছতা এবং ক্রিকেট বোর্ডের সবাইকে জবাবদিহির আওতায় আনা।
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে আইসিসির নিষেধাজ্ঞার পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পায় দক্ষিণ আফ্রিকা।