পেঁয়াজ ছাড়া রান্নাবান্না
তেলের বদল পানি,
আমায় ছাড়া রাঁধছো রান্না
কয় মরিচে জানি।
ইফতারে খাও বরই তোমরা
দেশীয় ফল ভালো,
বেগুনের দাম আকাশচুম্বী
কুমড়োয় বেশন ঢালো।
আদা রসুন বাদ দিয়ে দাও
শাকপাতা সব খাবে,
বাঁচবে টাকা ভাগ্যের চাকা
হায়াতটা ফাও পাবে।
বাঁচাও বনের পশুপাখি
গোস্ত নাহি খেও,
সখ্য গড়ে জলে ভাতে
দিন পার করে যেও।
মিতব্যয়ী হও রে মানুষ
বাজার এখন গরম,
জীবন বৈরী হালহকিকত
নয় দোকানী নরম।