রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য আর নেই।
শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী নগরীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি ড. জুলফিকার আলি।
তিনি জানান, ড. শিশির ভট্টাচার্য ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ৪০ বছর শিক্ষকতা শেষে ২০০৫ সালে তিনি অবসরে যান।
জানা যায়, শিশির ভট্টাচার্য গণিত ছাড়াও মহাবিশ্ব ও মহাজাগতিক বিষয়ের ওপর বেশ কিছু বই রচনা করেছেন। তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।
তিনি ১৯৮০ সালে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে জ্যোতি-পদার্থবিজ্ঞান (এস্ট্রোফিজিক্স) বিষয়ে পিএইচডি করেন। তিনি ২০১৯ সালে বাংলা একাডেমীর ‘মেহের কবীর পুরস্কার’ অর্জন করেন। সুত্র-যুগান্তর