রাজধানীর রামপুরায় এসএসসি শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন: স্বপন রেজা (২৫) ও শহীদ ব্যাপারে (২২)।
ওই মামলার তদন্ত অফিসার এসআই তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রামপুরা থানা যে মামলা হয়েছে তাতে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত স্বপন প্রাইভেটকার চালক ও শহীদ সবজি ব্যবসায়ী। তাদেরকে রবিবার আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহণের বাসের চাপায় মাঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।
এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। ওই ঘটনায় ৩০ নভেম্বর রামপুরা থানায় দুইটি অজ্ঞাত মামলা করা হয়েছে। তাতে ৮০০ জনকে আসামি করা হয়েছে।