অপরূপ রূপবতী বাংলার ভূমি,
বার বার আসি যেন বাংলাই চুমি।
খাল-বিল নদী-নালা সবুজের বাঁকে,
পথঘাট বয়ে যায় ফসলের ফাঁকে।
সূর্যের আলো যেন শিল্পীর আঁকা,
মাছ-ভাত প্রতিদিন পাতে চাই থাকা।
ফলমূল কত নামে বারোমাস ফলে,
লাল-নীল কত ফুল জলে আর স্থলে।
সুমধুর ভাটিয়ালী বাউলের টান,
পল্লীর জারিসারি আরো পালাগান।
পাখিদের ডাকাডাকি কিচিমিচি তান,
স্বর্গের ছায়াতলে সদা বহমান।
জননীর পাঁজরেতে সুখ রাশি রাশি,
পুনরায় ফিরে যেন বাংলায় আসি।