৬৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধারের কাছেও যেতে পারেনি ইংল্যান্ড। মাত্র ২৩৪ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। এতেই ৪২৩ রানের বিশাল জয়ে টিম সাউদিকে বিদায় দিলো নিউজিল্যান্ড। এই জয়টি কিউইদের ইতিহাসে সর্বোচ্চ রান ব্যবধানের জয়।
হ্যামিল্টনে ৬৫৮ রান তাড়ায় চতুর্থ দিনে ইংল্যান্ড মাত্র ২৩৪ রানে অলআউট হয়েছে। এটি ইংল্যান্ডের ইতিহাসে চতুর্থ বৃহত্তম টেস্ট পরাজয়। তিন ম্যাচের সিরিজ যদিও আগেই জিতে নিয়েছিলো ইংল্যান্ড। সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।
১০৭টি টেস্ট খেলা সাউদি তার শেষ টেস্টে ২/৩৪ রান নিয়ে অবসর গ্রহণ করেছেন। নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী স্যার রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় স্থানে আছেন সাউদি।
প্রথম ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৭ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৪৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৪৫৩ রানে অলআউট হয় কিউইরা। ১৫৬ রান করেন উইলিয়ামস।
৬৫৮ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ৭৬ ও জো রুট ৫৪ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্যাটিং করেননি।
সূত্র: ইত্তেফাক