রেডিটের বিভিন্ন কমিউনিটির মডারেটররা সম্প্রতি কোম্পানির কাছে কিছু খোলা চিঠি পাঠিয়েছে। মূলত বিগত কদিন কমিউনিটির সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করছে তারা। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ ফেরাতে তারা একাধিক পরামর্শ দিয়েছেন। এমনকি কোম্পানিতে মডারেটর অ্যাডভোকেট নিয়োগের কথাও উঠেছে।
চলতি মাসে এপিআই এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৮০০০ এর মত সাবরেডিট নিজেদের কার্যক্রম বন্ধ রেখেছিল। প্রথমে ৪৮ ঘণ্টা বন্ধ থাকার ঘোষণা দিলেও অধিকাংশ সাবরেটিড আরো বেশিক্ষণ বন্ধ ছিল। এপিআই মূল্যবৃদ্ধির ফলে অ্যাপোলোর মত জনপ্রিয় রেডিট থার্ড পার্টি অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দেয়।
খোলা চিঠিতে সমঝোতার ভিত্তিতে সমাধানের কথা বলা হলেও রেডিট তাদের সিদ্ধান্তে অটল৷