বছর ঘুরে রহমত নিয়ে এলো রমজান
ধনী-গরিব ভেদাভেদ ভোলালো রমজান।
মসজিদে যাই মুসল্লি নামাজ করে না কাজা।
খোদার ভয়ে দিনের বেলায় খায় না যারা খানা,
তাদের প্রতিদান নিজের হাতে দিবেন আল্লাহ তাআলা।
উম্মতে মুহাম্মদীর সৌভাগ্য এই রোজা,
পালন যারা করল না তারাই কপাল পোড়া।
রমজানের ফজিলত যায় না ব্যাখ্যা করা,
সত্তর দিনের ইবাদতের সমান একটি রোজা।
মুমিন যদি হতে চাও পালন করো রোজা,
রোজা তোমার নিঃশেষিত করবে সকল গুনাহ।