ওই গাঁয়েতে ধোঁয়াধোঁয়া
বৃষ্টি পড়ে ওই
এই গাঁয়েতে সূর্য হাসে
ছেঁড়া মেঘের সই।
এই গাঁয়েতে আঙিনাতে
বধু করে কাজ
ওই গাঁয়েতে হঠাৎ ভিজে
কেউ পেয়েছে লাজ।
একটু পরে যেই না এলো
এই গাঁয়েতে মেঘ
ওই গাঁয়েতে তখন চলে
সোনা রোদের বেগ।
ভিজে পাতা হেসে ওঠে
রোদের ছোঁয়া পায়
ডানা ঝেড়ে পাখি ওড়ে
বৃষ্টি থেমে যায়।
রোদে-মেঘে খেলা করে
ঘুরে সকল গাঁও
হাওয়ার জলে ভেসে বেড়ায়
ছেঁড়া মেঘের নাউ।