শুধু মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে না, করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে ইউরোপের ধনী দেশগুলোর অর্থনৈতিক মেরুদণ্ডও ভেঙে যেতে বসেছে, যার প্রভাব পড়েছে ফুটবলেও। খেলা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির ধাক্কা সামলাতে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি খেলোয়াড়দের বেতন কমাতে শুরু করেছে ক্লাবগুলো।
ইতালির সবচেয়ে বড় ক্লাব জুভেন্টাসের পরিস্থিতি আরও সঙ্গীন। ক্লাবকে টিকিয়ে রাখতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তার সতীর্থরা এরই মধ্যে চার মাসের বেতন ছেড়ে দিয়েছেন। তাতে সাময়িক স্বস্তি মিললেও করোনা-সংকটের দীর্ঘমেয়াদি প্রভাবে রোনাল্ডোকে হয়তো বিক্রি করে দিতে বাধ্য হবে জুভেন্টাস। এমন শঙ্কার কথা জানিয়েছে ইতালির গণমাধ্যম।
জুভেন্টাসে রোনাল্ডোর বার্ষিক বেতন ৩১ মিলিয়ন ইউরো (২৭ মিলিয়ন পাউন্ড)। বর্তমান পরিস্থিতিতে পর্তুগিজ মহাতারকাকে এত বেতন দেয়া কঠিন হবে জুভেন্টাসের জন্য। আপাতত চার মাসের বেতন ছেড়ে দিলেও স্থায়ীভাবে বেতন কমাতে রাজি নন রোনাল্ডো। চুক্তির দুই বছর বাকি থাকতেই তাই তাকে বিক্রি করে দেয়ার কথা ভাবছে সেরি-এ চ্যাম্পিয়নরা।
এদিকে করোনার ধাক্কায় ফুটবলারদের বাজার মূল্যেও ধস নেমেছে। ১০০ মিলিয়ন পাউন্ডে কেনা রোনাল্ডোকে এখন ৬০ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডেই ছেড়ে দিতে পারে জুভেন্টাস। সম্ভাব্য ক্রেতার তালিকায় নাম আছে রোনাল্ডোর সাবেক দুই ক্লাব ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের। প্রশ্ন হল, ৩৫ বছর বয়সী রোনাল্ডোকে সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতন দিতে রাজি হবে কোন ক্লাব?
সুত্র-যুগান্তর