২২
আজ সোমবার থেকে ৭ দিনের লকডাউন ঘোষণার পর গতকাল রবিবার সকাল থেকে কালীগঞ্জ বাসস্টান্ডে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য বিপুল মানুষের ঢল দেখা গেছে। সকাল থেকে কালীগঞ্জ বাসস্টান্ডে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য বিপুল মানুষের ঢল দেখা গেছে।
এসময় ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের ফলে দেখা যায় গনপরিবহন সংকট। যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষার পর বাস আসলে, বাসে ওঠার জন্য ভীড় করছেন। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা।
যাত্রীরা জানিয়েছেন, তারা প্রত্যেকেই বর্ধিত ৬০ শতাংশ ভাড়া দিয়ে বাসের টিকিট কিনেছেন। এমনকি যারা বর্ধিত ভাড়া দিতে রাজি হননি তাদের বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
বাসগুলোতে অতিরিক্ত যাত্রী থাকলেও তা অস্বীকার করেন বাসের চালক ও হেলপার। অবশ্য কিছু শ্রমিকের দাবি, যাত্রীরা কথা না শোনায় এক সিটে একজনের নির্দেশনা মানা সম্ভব হচ্ছে না। এজন্য মনিটরিং প্রয়োজন বলে মনে করেন তারা।
গতকাল রবিবার দুপুরে কালীগঞ্জ বাসস্টান্ড ঘুরে দেখা যায় অতিরিক্ত যাত্রী চাপে কিছু অসাধু পরিবহন শ্রমিক সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী তুলেছে বাসে।