সোমবার থেকে ভারতে তৃতীয় দফায় লকডাউন শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শ্রমিকদের ঘরে ফেরাতে ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়েছে ৷
রেল সূত্রে খবর সোমবার পর্যন্ত ৫৮টি স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যগুলোর কাছ থেকে ভারতীয় রেলের কাছে আরও ৩০০ ট্রেন চালানোর অনুরোধ আসতে পারে ৷
রেলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে ইতিমধ্যেই ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷ ভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, অন্য কোনও শরণার্থী, বা ঘুরতে গিয়ে আটকে পড়া পর্যটকদের ফেরানোর জন্যই বারেবারে দাবি উঠছে ৷
করোনা ভাইরাসের কারণে ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন চলছে ৷ তাই বিপদে পড়েছেন বহু মানুষ ৷ দুর্গতদের ঘরে ফেরাতেও বিতর্কেরও সৃষ্টি হয়েছে ৷ দুর্গতদের ফেরাতে রেলের পক্ষ থেকে ভাড়া দাবি করা হয়েছে ৷ এই নিয়েই তর্ক বিতর্ক শুরু হয়েছে, শুধুই ভাড়া নয়, তার সঙ্গে অতিরিক্ত ৫০ টাকা শুল্ক নেওয়ার ক্ষেত্রেও বিবাদ শুরু হয়েছে ৷ রেলের পক্ষ থেকে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শ্রমিক স্পেশ্যাল ট্রেনের গন্তব্য স্টেশন মাত্র একটিই থাকবে ৷ অন্যত্র ট্রেনটি কোথাও দাঁড়াবে না ৷
সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৫০০ কিমি দূরত্বের রাস্তা অতিক্রম করবে এই বিশেষ ট্রেনগুলি ৷ ১,০০০ থেকে ১,২০০ যাত্রীর বসার ব্যবস্থা করা হবে৷
উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকেরা পৌঁছে গিয়েছেন ৷ সোমবার থেকে ফের শ্রমিক স্পেশাল ট্রেন চলছে ৷ লখনউ, গোরক্ষপুর, রাঁচি, ধানবাদ, হাতিয়া, দানাপুরেও বিশেষ ট্রেন পৌঁছেছে ৷ ট্রেনের রুম ও বাসের মধ্যেও সামাজিক দূরত্বের বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে ৷ করোনার বিরুদ্ধে লড়তে নেওয়া হয়েছে একাধিক সতর্কতাও ৷