চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের মাঠে জয়ে পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই সবাই ধরেই নিয়েছিল দ্বিতীয় লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাজত্ব করবে লস ব্লাঙ্কোরা। তবে উল্টো লাইপজিগের একের পর এক আক্রমণ সামাল দিতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। সেই আক্রমণ সামলে ১-১ গোলে ড্র করে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
প্রথম লেগে লাইপজিগের ঘরের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল রিয়াল। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে লস ব্লাঙ্কোরা।
বুধবার (৬ মার্চ) সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে লাইপজিগ। ম্যাচের ৪১ মিনিটে ভালো সুযোগ পায় সফরকারীরা। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। গোল করে দলকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ৬৮ মিনিটে উইল ওরবান গোল করে লাইপজিগকে সমতায় ফেরান।
তবে ম্যাচে টিকে থাকতে আরও এক গোলের প্রয়োজন ছিল লাইপজিগের। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সূত্র: ইত্তেফাক