আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচ খেলতে নেমেই এক ইতিহাসও গড়ে ফেললো বাংলাদেশ। টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিপক্ষেই টেস্ট খেলা একমাত্র দল এখন বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে প্তহম টেস্টে বেশ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। আগে বোলিং করে অবশ্য বেশ স্বস্তি নিয়েই মধ্যহ্নভোজের বিরতিতে গেছে টাইগার বাহিনী। লাঞ্চের আগে ৬৫ রানেই আইরিশদের ৩ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০টায় আইরিশদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ৩ পেসারের সঙ্গে ৩ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আগে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। মাত্র ১১ রানের মাথাতেই নিজেদের প্রথম উইকেট হারায় আইরিশরা। অপেনবার মারে কামিন্সকে মাত্র ৫ রানেই সাজঘরে ফেরান টাইগার পেসার শরিফুল ইসলাম।
দ্বিতীয় উইকেটে লড়াইয়ের আভাস দিলেও সেটি আর করতে পারেনি আয়ারল্যান্ড। দলের ২৭ রানের মাথায় জেমস ম্যাককালামকে ফেরান এবাদত হোসেন। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে এই ব্যাটার করেন ১৫ রান।
দ্রুত ২ উইকেট হারানো আয়ারল্যান্ড চেষ্টা করেছিলো তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়াতে। অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি আর হ্যারি টেক্টর মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেল যেতে পারেনি বেশিদূর। ৪৮ রানের মাথায় বালবার্নিকে এলবিডব্লিউ করে আইরিশদের তৃতীয় উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ফেরার আগে আইরিশ অধিনায়ক করেন ১৬ রান।
এরপর চতুর্থ উইকেট জুটিতে হ্যারি টেক্টর আর কার্টিস ক্যাম্ফার মিলে লাঞ্চের আগে বাকি সময়টা পার করেছেন নতুন কোনো বিপদ আসতে না দিয়েই। লাঞ্চে যাওয়ার আগে আইরিশরা সংগ্রহ করে ৩ উইকেটে ৬৫ রান। টেক্টর অপরাজিত আছেন ১৮ রানে আর ক্যাম্ফার ব্যাট করছেন ৯ রানে।
সূত্র: ইত্তেফাক