সিডনি টেস্ট নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪ রানের লিড পায় পাকিস্তান। তবে লিড নেওয়ার পরও স্বস্তিতে নেই সফরকারীরা। ১৪ এগিয়ে থেকে ব্যাট করতে নেমে ৬৮ রান সংগ্রহ করতেই ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে পাকিস্তান।
পাকিস্তানের ৩১৩ রানের জবাবে মার্নাস লেবুশানে ও মিচেল মার্শের ফিফটিতে ভর করে ২৯৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। লেবুশানে ১৪৭ বলে ৬০ ও মার্শ ১১৩ বলে করেন ৫৪ রান। পাকিস্তানের পক্ষে আমের জামাল নেন ৬টি উইকেট।
১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ১ রানে জোড়া উইকেট হারায় তারা। এরপর সায়েম আয়ুব ও বাবর আজম মিলে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।
৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৫৮ রানে ৫৩ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান সায়েম। এরপর ৯ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
শেষ পর্যন্ত ২৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে দিন শেষ করে সফরকারীরা। ৮২ রানের লিড পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজেলউড নেন ৪টি উইকেট।
সূত্র: ইত্তেফাক