মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে পেশী শক্তির খাটিয়ে বাড়ি থেকে বের হওয়া পথ আটকিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষরা। অসহায় পরিবারের লোকজন এখন বাড়ি থেকে বের হতে পারছেন না।
অসহায় ওই পরিবারটি মেহেরপুর পুলিশ সুপার ও প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করায় প্রভাবশালীরা এবার তার উপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে হুমকী দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী পারিবারটি।
তেরঘরিয়া গ্রামের বিলপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের নামের তিন বিঘা জমির মধ্যে ৬৬ শতক জমি নিয়ে চাচাত ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে।
জানা গেছে, আব্দুল কাদেরের তিন ছেলে শিরাজ উদ্দীন, মিরাজ উদ্দীন ও আবুল কাশেম ২২ শতক করে জমির বন্টন পাবেন। হিসাব মতে, ৪৮৩ নং দাগে তিন ভাই ১৭ শতক করে ও ৪৮৪ নং দাগে প্রত্যকেই ৫ শতক করে জমির ভাগ বাটোয়ারা পাওয়ার কথা।
সিরাজ উদ্দীনের তিন ছেলে আব্দুল আলিম, ডাবলু রহমান ও টিপু হোসেন সাম্প্রতিক সময়ে তিনজনের সবটুকু জমির চারপাশে তারকাটা দিয়ে ঘীরে রেখেছেন। ওই জমির পাশ দিয়ে রাখা প্রায় শতবর্ষ বয়সী রাস্তাটি আটকিয়ে রেখেছেন তারা। ফলে মিরাজ আলী ও আবুল কাশেমের পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। তারা নিত্য প্রয়োজনে নিজেদের পৈত্রিক সম্পত্তির পথ ব্যবহার করতে না পেরে পাড়ার লোকের বাড়ির উপর দিয়ে বের হচ্ছেন। প্রতিপক্ষের পেশি শক্তির ভয়ে এখন অবরুদ্ধ ওই পরিবার দুটি অসহায় হয়ে পড়েছে। তারা পেশি শক্তির ভয়ে প্রশাসনের কাছেও আসতে পারছেন না।
মিরাজ হোসেন জানান, আমার বাবার পৈত্রিক সম্পত্তির উপরের পথ ব্যবহার করতে পারছিনা। আমার ভাইয়ের ছেলেরা তারকাটা বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে। আমি ও আমার একমাত্র ছেলে হেলাল তাদের কাছে অসহায়। তিনি জানান, ৪৮৩ নং দাগে ১৭ শতক এবং ৪৮৪ নং দাগে আমার নামে জমি রেজিষ্টি থাকলেও তারা আমার জমি সবটুকুই তারকাটা দিয়ে ঘিরে দিয়েছে।
হেলাল উদ্দীন জানান, আমার মোটরসাইকেলটিও অন্যের বাড়িতে রেখে আসছি। আমার চাচাত ভাই আব্দুল আলিম, ডাবলু রহমান ও টিপু হোসেন আমাদের পৈত্রিক সম্পত্তি জোর করে ঘিরে রেখেছেন। আমি কিছু বলতে গেলে তারা আমাদের বিভিন্নভাবে হুমকী ধামকী দিচ্ছেন। এনিয়ে প্রশাসনের কাছে যাবেন বলে জানালেন তিনি।
এদিকে অভিযুক্ত আব্দুল আলিম, ডাবলু রহমান ও টিপু জানান, আমরা জমির উপর গাছ গাছালিতে আম কাঁঠাল আসলে আমার চাচা মিরাজ হোসেন ও চাচাত ভাই হেলাল উদ্দীন সব সময় ডিস্টার্ব করে। তাই জমিটি ঘিরে রেখেছি। সে পারলে প্রশাসনের কাছে গিয়ে আমাদের বেড়া তুলে দিক। ওর ক্ষমতা থাকলে প্রশাসন দিয়ে বা তার গায়ের জোর দিয়ে বেড়া তুলুক।