সাদা মেঘের খেলা চলে
পুরো আকাশ জুড়ে,
আসছে ফিরে শরৎ কাল যে
একটি বছর ঘুরে।
নীল আকাশে ভাসছে জলদ
তুলোর মতো লাগে,
পাখির মতো উড়তে মনে
ইচ্ছে সকাল জাগে ।
নদীর ধারের কাঁশফুলেতে
নতুন রূপে সাজে,
দেখলে পরে চোখ জুড়ে যায়
নাচে মনের মাঝে।
শীতল বাতাস বয়ে চলে
শিউলি ফুলের গন্ধে,
বকুল ফুলে মাতোয়ারা
সকাল কিংবা সন্ধ্যে ।
সবুজ শ্যামল ধরার মাঝে
স্নিগ্ধ মাতাল হাওয়া,
মৃত্যু আসুক শরৎ কালে
এটাই মনের চাওয়া ।