শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসনের ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে গাংনী উপজেলা অডিটরিয়ামে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীবৃন্দ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল এন্ড কলেজ, সুর্যোদয় স্কুল এন্ড কলেজ, গাংনী প্রিক্যাডেট হাইস্কুল ও বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠির শিল্পীবৃন্দ মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে নৃগোষ্ঠীর শিল্পীরা তাদের মনোমুদ্ধকর নাচে দর্শকদের মুগ্ধ করে তোলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও রাজনীতিক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে গাংনী শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ওস্তাদ রতন সরকার ও ওস্তাদ সেলিম রেজা বাদ্যে যন্ত্রে সহযোগীতা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট সাংস্কৃাতিক ব্যাক্তিত্ব ও কমিউনিটি কৃষি অফিসার আমজাদ হোসেন, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, সাংবাদিক জুলফিকার আলী কানন উপস্থিত ছিলেন।