সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে। আজ বুধবার দুপুরে নিজ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম, সমীর কুমার বৈদ্য, মোঃ সুলতান কবির, মোঃ সাহিদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম, মোঃ ইমরান আলী, মোঃ ইসরাফিল হোসেন, মোঃ রবিউল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাঃ গোলাম ছারওয়ার, গোবিন্দ প্রসাদ দেবনাথ, সিনিয়র শিক্ষক সুশীল কুমার বিশ্বাস, মোঃ সিরাজুল কবির, মোঃ মনজুর হোসেন, সঞ্জিত কুমার ঘোষ, আবু তাহের, প্রদীপ কুমার আর্ঘ, মোহাঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক বাসুদেব লস্কার, দীপক কুমার ব্যানার্জী, মোঃ রফিকুল ইসলাম, চিন্ময় কুমার কুন্ডু, মোঃ জাহাঙ্গীর, মনোয়ার হোসেন, মোঃ আল আরাফাত, মোঃ তোহিদুর রহমান, জুবায়ের, শ্রাবনী পারভেজ, এম,এম বখতিয়ার ও শাহিন পারভেজ।
শিক্ষকরা বলেন ১৭ সেপ্টম্বর ঢাকায় প্রজেক্ট থেকে আগত উপজেলা শিক্ষা কর্মকর্তারা আমাদের শিক্ষকদের উপর হামলা করেন। আমরা এর প্রতিবাদ জানাই। প্রয়োজনে কঠোর কর্মসুচী দেওয়া হবে বলে তারা জানান।