শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে দুরে রাখতে পিতা মাতাকে সচেতন হতে হবে। এছাড়া ছেলে মেয়েরা ঠিকমত লেখা পড়া করছে কিনা সেটাও খোঁজ খবর নিতে হবে।
ছেলে মেয়েরা তাদের পরিবারের কাছ থেকেই প্রখম নৈতিকতার শিক্ষা পেয়ে থাকে। তাই নৈতিক শিক্ষা দিতে শিক্ষকদের পাশাপাশি পিতা মাতাকেও অগ্রনী ভূমিক পালন করতে হবে। বাল্য বিবাহ রোধে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
মেহেরপুর সদর উপজেলার সুবিধপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের আলোচনা সভায় এসব কথা বলেন আলোচকরা।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সুবিধপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম।
অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম। সহকারী শিক্ষক আব্দুল হাই এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য আতিকুর রহমান, ফরিদা ইয়াসমীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আব্দুস সাত্তার, অভিভাবক রুপালী খাতুন প্রমুখ।