শিক্ষা হলো বিশ্বব্যাপী
নন্দিত এক নাম,
শিক্ষিতরা জাতির বিবেক
যাদের সেরা দাম ৷
শিক্ষিত লোক সূর্যসন্তান
দেখায় আলোর পথ,
মানবতার কল্যাণবাহী
অগ্রগামী রথ।
বিদ্বানেরা বিশ্বজুড়ে
গড়বে দেশের মান,
মুছে দেবে সব কালিমা
ঘুচাবে দুর্নাম।
নীতিহারা শিক্ষিতদের
সনদপত্র যতো,
আমার দেশের দেহটাকে
করছে হত, ক্ষত।
টেকনোলজী শিক্ষার জন্যে
করব আয়োজন,
অর্থচুরির টেকনিশিয়ান
নয় তো প্রয়োজন।
নৈতিক শিক্ষার শ্রেষ্ঠগ্রন্থ
পবিত্র কুরআন,
শিক্ষাধারায় বাধ্য করো,
পড়বে মুসলমান ।