জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক সরকারি আদেশকে অবজ্ঞা করে কোচিং বানিজ্যেকে অব্যাহত রেখেছেন।
করোনাভাইরাসের কারনে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে জরুরী ভাবে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রোনালয়।
কিন্তুু সেই আদেশকে অবজ্ঞাকরে ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন নাহার এবং ইংরেজী শিক্ষক রাজু আহাম্মেদ রাজু কিছু টাকার লোভে পড়ে নাহার হোসেন বিদ্যালয়ের হলরুমে ও আর একজন বাসা ভাড়া নিয়ে কোচিং বানিজ্যেকে অব্যাহত রেখেছেন।
উপরোক্ত অভিযোগের ভিক্তিতে বৃহস্পতিবার সকালে ‘দৈনিক মেহেরপুর প্রতিদিন’র সাংবাদিক ঘটনা স্থলে উপস্থিত হলে উক্ত অভিযোগের সত্যতা পান।
পরে অভিযুক্ত ঐ শিক্ষকদের সাথে কথা বললে শিক্ষক রাজু আহম্মদ জানান, আমি দুইটা বেজে প্রাইভেট পড়াই প্রত্যেক বেজে ১৫ জন করে এবং আনোয়ার হোসেন নাহার জানান, আমিও এরকম ১৫-২০ জন করে পড়াই।
এদিকে, ঐ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জানান, আমি তাদেরকে নিষেধ করেছি অথচ ঐ শিক্ষকরা আমার কথার কোন প্রকার কর্নপাত না করে প্রাইভেট পড়িয়ে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, সরকারী আদেশের বাইরে গেলে আমি কাউকে ছাড় দেবনা।
সাংবাদিকরা বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষকদের কিছুই করতে পারবে না বলে জানান তারা।