লা লিগার লড়াইটা জমে উঠেছে ভালোভাবেই। শীর্ষে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে মাত্র তিন পয়েন্টের ব্যবধান। তাদের শিরোপার পথে রেখেছেন রবার্ট লেভান্ডভস্কি আর কিলিয়ান এমবাপ্পে। শুধু তাই নয়, তাদের নিজেদের মধ্যেও এখন চলছে এক লড়াই। সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই। তাদের মধ্যে ব্যবধানটাও ঠিক তিন গোলের।
আজ শনিবার বার্সেলোনা ঘরের মাঠে ষষ্ঠ স্থানে থাকা রিয়াল বেতিসের মুখোমুখি হবে। রিয়াল মাদ্রিদ খেলবে অবনমন অঞ্চলের দল ভালেন্সিয়ার বিপক্ষে। এখন প্রতিটি ম্যাচ, প্রতিটি গোলই হতে পারে শিরোপা বা পিচিচি (গোল্ডেন বুট) ট্রফির ভাগ্য নির্ধারক।
গত সপ্তাহে লেগানেসের বিপক্ষে এমবাপ্পে জোড়া গোল করে রিয়ালকে এনে দেন ৩-২ গোলের নাটকীয় জয়। আর তার জবাব দেন লেভান্ডভস্কি, জিরোনার বিপক্ষে ৪-১ গোলের জয়ে দুই গোল করে নিজের দাপট দেখান।
৩৬ বছর বয়সেও থামছেন না লেভান্ডভস্কি। শেষ ৯ ম্যাচে করেছেন ৯ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তার গোল সংখ্যা ৪৩ ম্যাচে ৩৮টি। তিনি বলেন, ‘আমার বয়স নিয়ে অনেক কথা হয়, কিন্তু আমি অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। এখনো আগের মতোই ফিট ও শক্তিশালী বোধ করি।’
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘লেভান্ডভস্কি পিচিচি পেতে চায়, তবে দলের জয়ই তার প্রথম লক্ষ্য।’
এদিকে এমবাপ্পে এবার রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমেই করেছেন ৩৩টি গোল। তিনি বলেন, ‘রোনালদোর মতো সংখ্যায় পৌঁছানো বিশেষ কিছু।’ তার সহকারী ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছেন, পিচিচি জিততে যা দরকার, তিনি তা করবেন এমবাপ্পের জন্য। কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পে কিংবদন্তি হতে পারে।’
শিরোপা হোক কিংবা গোলদাতার মুকুট—লেভান্ডভস্কি ও এমবাপ্পের এই দ্বৈরথই এখন লা লিগার সবচেয়ে বড় আকর্ষণ। শেষ পর্যন্ত কে হাসবেন, তা জানার জন্য অপেক্ষা পুরো ফুটবল বিশ্বের।
সূত্র: যুগান্তর