শীতের দিনে কুয়াশারা ঘিরে থাকে,
হীমেল হাওয়া সাগর নদীর তীরে থাকে।
রোদ না উঠলে পশুপাখি নীড়ে থাকে,
সবুজ শ্যামল ঘাসের বনে
সকাল সাঁঝ উচ্ছ্বাসের মনে
সুপ্ত শিশির সকল কিছুর ভীড়ে থাকে;
বারেবারে চোখে ছবি ফিরে থাকে।
কুয়াশা মেঘ আকাশ যেন ছেঁয়ে থাকে,
সূর্য মামার উঁকি ঝুঁকি চেয়ে থাকে।
ফড়িংয়ের দল নেচে পালক বেয়ে থাকে,
বাবা মায়ের ঢের আদরে
গায় জড়িয়ে লেপ চাঁদরে
সব শিশুরা খই মুড়ি গুড় খেয়ে থাকে;
কাঁপন সুরে শীতেরই গান গেয়ে থাকে।