শীতে দেশে অতিথি হয়
ওরা শীতের পাখি,
তাদের শিকার না করে কেউ
আপ্যায়নে রাখি।
রঙ-বেরঙের নানান পাখি
হাওড়-বাওড় বিলে,
খাচ্ছে শামুক এবং মাছ
তারা সবাই মিলে।
জারুল গাছে বাসা বুনে
শোভা বাড়ায় শীতের,
সেই পাখিদের ডাক যেন সব
প্রশংসা পায় গীতের।
কত শত দেশ পেরিয়ে
পড়ে যে বিপদে,
আমার দেশে আসে ওরা
থাকতে নিরাপদে।
এ দেশ তাদের বেশ নিরাপদ
সারা বিশ্বের মাঝে,
তাদের সাথে তাই ব্যবহার
না করি কেউ বাজে।
মেপ্র/ আরপি