শীতের এই সময়ে তাপমাত্রা উঠা নামা করছে। টানা কয়েক মাস গরমের পর শীতকাল মন্দ লাগে না বটে! তবে শীত এলেই হানা দেয় ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে ওঠার সমস্যা। ত্বকের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে খসখসে হয়ে যায় চুল। শ্যাম্পু করেও লাভ হয় না।
এমনকী কন্ডিশনার ব্যবহারের পরও নিস্তার নেই।
বাজারে পাওয়া বেশিরভাগ কন্ডিশনারেই থাকে নানা রকম রাসায়নিক, যা সাময়িকভাবে চুলকে রক্ষা করলেও তার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়। সেক্ষেত্রে ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন কন্ডিশনার। আর তাতেই চুল হয়ে উঠবে ঝলমলে।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন-
দই ও মধু
একটি পাত্রে দই ও মধু সমান পরিমাণে নিন। ভালো করে মিশিয়ে চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিলেই হবে। এই ঘরোয়া কন্ডিশনার আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
গ্রিন টি
ওজন কমাতে যেমন গ্রিন টি কার্যকরী, তেমনই চুলের জেল্লা ফেরাতেও এর জুড়ি মেলা ভার। শ্যাম্পু করার পর আগে থেকে বানিয়ে ছেঁকে ঠাণ্ডা করে রাখুন গ্রিন টি। আর সেটি দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন। খানিকক্ষণ মাথায় ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
বাড়িতে অ্যালোভেরা গাছ বা হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়েও দারুণ কন্ডিশনার বানানো যায়।
অ্যালোভেরা জেল শ্যাম্পু করার পর ২০ মিনিট চুলে লাগিয়ে রেখে দিন। তারপর ধুয়ে নিলেই ফল দেখতে পাবেন। অ্যালোভেরা জেল চুলকে নরম রাখতে সাহায্য করে।
আপেল সাইডার ভিনিগার
পানির সঙ্গে আপেল সাইডার ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার শ্যাম্পু করার পর এই মিশ্রণ চুলে বিশেষত স্ক্যাল্পে ঢেলে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে নিন। কয়েকবার ব্যবহারের পরই তফাৎ বুঝতে পারবেন।
নারকেল তেল ও মধু
২ টেবিল চামচ নারকেল তেলে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এটি ভেজা চুলে গোড়া থেকে চুলের দৈর্ঘ্য পর্যন্ত লাগান। ৩০ মিনিট থেকে এক ঘণ্টার জন্য রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
সূত্র: কালের কন্ঠ