শীত সময়ে ঘরে ঘরে
পিঠাপুলির আমেজে,
বাঁধাকপি, ফুলকপি আর
সবজি কত নামে যে।
ধনেপাতা, বরবটি, শিম
রান্নায় এমন পর্বটি,
শীতে এসব সবজি বাড়ায়
পৌষ-মাঘের গর্বটি।
মাঠজুড়ে যে টমেটো আর
আছে মটরশুঁটি যে,
সর্ষেবনে মৌমাছি আজ
নিচ্ছে মধু লুটি যে।
খেজুর রস আর গাছেতে কুল
ভরা সেই পুষ্টিতে,
শীতের সময় এসব খাব
আনন্দ আর তুষ্টিতে।