রূপালি চাঁদের মায়া জ্যোৎস্নাময়
তা-দেখে প্রেমেতে পরো, নয় জ্বালাময়!
পৃথিবীর সব আলো নয় তার দামী
টিপটিপ জ্বলে দেখ শুকতারা আমি।
রূপালি চাঁদে যেদিন গ্রহণ লাগবে
অন্ধকার নিশিতে ভয়ভীত হবে,
সেদিন থাকব আমি শুকতারা হয়ে
আর তুমি অপ্রকাশি কথা বলো ভয়ে।
না ভয় না জয় হবে অনুশোচনায়
কাঁদবে ঝড়বে জল আমারই পায়।
আমি সমদর করে মুছে দেব জল
আর মিটিমিটি হেসে জ্বলি টলোমল।
এ গ্রহণ কেটে যায় ফিরে আসে চাঁদ
আবারো হাসো তুমি নিয়ে অভিজাত।
আমি যাবো নাকো চলে রবো তোর দেশে
দিনরাত সারাক্ষণ শুকতারা বেশে।