সারা দশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) শৈলকুপা থানা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান শৈলকুপা উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে, এ উপজেলায় মোট ১৭ টি বিট পুলিশিং কার্যক্রম চালু আছে। সকল বিট পুলিশিং এলাকায় এ অনুষ্ঠান একযোগে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন ধর্ষণ নির্যাতন সামাজিক অবক্ষয় সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রেমের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিমূলক বক্তব্য রাখেন বক্তারা । চেয়ারম্যান ও বিট পুলিশিং কর্মকর্তার সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।