ঝিনাইদহের শৈলকুপার হাদী মেম্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার হাটফাজিলপুর এলাকার বাসিন্দা । তিনি অন ফ্যাসিভ মার্কেটিং অনলাইন ব্যবসার মাধ্যমে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের কোটি কোটি টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে। অন লাইন ব্যবসার নামে অল্প সময়ে অধিক মুনাফা অর্জনের লোভ দেখিয়ে অভিনব ফাদ পেতে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনলাইন ব্যবসার কোন শর্তই না মেনে এভাবে ব্যবসা করে আসছে। গ্রাহকদের কাছ থেকে ১০০০০ হাজার করে টাকা নিয়ে মাসে ৮০০০০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বর্তমান তার গ্রাহক সংখ্যা ১০০০ হাজারের বেলী।
জানা যায়, শৈলকুপার হাটফাজিলপুর গ্রামের হাদি মেম্বর নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে। ইতিমধ্যে ঝিনাইদহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কোটি কোটি টাকা বিনিয়োগ করতে বাধ্য করছে। দেখা যায়, অন ফ্যাসিভ নামে এ অন লাইন ব্যবসার বৈধ কাগজপত্র নেই । সরকারের কোন সংস্থা থেকে অনুমতি নেওয়া হয়নি। অতি স্বত্তর হাদি মেম্বরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ভ’ক্তভ’গী গ্রাহকরা।
নাম না প্রকাশ করার শর্তে একজন গ্রাহক বলেন, হাদি মেম্বরের খপ্পরে পড়ে আমি এ ব্যবসায় নেমেছি এখন দেখছি এব্যবসার নামে প্রতারণা ছাড়া আর কিছু না। কবে যে ইভ্যালির মত অবস্থা না হয় তাই ভাবছি।
এব্যাপারে হাদি মেম্বর বলেন, এটি একটি লাভজনক ব্যবসা। একটু ঝুকি থাকলেও এ ব্যবসায় বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যায়। এতে বিনিয়োগ করলে এক সময় প্রতিজন গ্রাহক ৪২ তলা বাড়ির মালিক হবে।দেশে কোন গ্রাহক গরীব থাকবে না। আমরা গ্রাহক প্রতি ১০০০০ হাজার টাকা করে নিচ্ছি। বর্তমান আমার গ্রাহক আছে ১০০০ মত।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন,অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো। উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা বলেন,অন প্যাসিভ মার্কেটিং নামে এই অন লাইন ব্যবসার নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আমার জানা নেই। একজন ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত এরকম ব্যবসা করতে পারে না।