ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম নবী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটই বাজারে এঘটনা ঘটে।
নিহত গোলাম নবী ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত কিয়াম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে ভাটই বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নিহত গোলাম নবী। সেসময় কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে চাকার নিচে মাথা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।