ঝিনাইদহের শৈলকুপায় দশ দিন আগে নিখোঁজ মিজানুর রাহমান নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মিজানুর রহমান মিঠু (৫০) ওই গ্রামর আজব আলি বিশ্বাসের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গত ১ নভেম্বর রাতের খাবার খেয়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মিজানুর। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে ও তার কোনো সন্ধান না পেয়ে গত ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বূধবার সকালে গ্রাম বাসী বাড়ির পাশের মেহগনি বাগানে মিজানুরের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
নিহত মিজানুর রহমান কৃষি কাজে পাশাপাশি বিয়ের ঘটকালী করতেন। স্থানীয়দের ধারনা ঘটকালীকে কেন্দ্র করে এই গুম ও হত্যাকান্ড ঘটতে পারে। ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেল আবুল বাশার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা ষড়যন্ত্র মুলক ভাবে হত্যা কান্ড ঘটানো হয়েছে।