ঝিনাইদহের শৈলকুপায় সীমানা পিলার উঠিয়ে দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে।
জমির মালিক বীর মুক্তিযোদ্ধা তোয়াজ উদ্দিন বিশ্বাস জানান, পৈত্তিক সূত্রে পাওয়া জমিটি দীর্ঘদিন যাবৎ সীমানা পিলার ও তাঁর কাটা দিয়ে ভোগ দখল করে আসছি। যার আর এস খতিয়ান নং ৩০৭, আর এস দাগ নং ৯১০, জমির পরিমান ৫.১৩ শতাংশ।
উপজেলার নাদপাড়া স্কুল মাঠের রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত আমার দখলীয় জমির সীমানা পিলার ও তাঁর কাটা হঠাৎ করে গত ১৫ জুন বুধবার রাতে জালশুকা গ্রামের মৃত খেলাফত জোয়ার্দ্দারের ছেলে খলিলুর রহমান ও নাদপাড়া গ্রামের মঙ্গল খার ছেলে আব্দুর রাজজ্জাক তাদের সাঙ্গ পাঙ্গ নিয়ে জোর পূর্বক উঠিয়ে দিয়ে তা দখলের চেষ্টা করে।
এব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করেছি। বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই।
তবে এব্যাপারে খলিলুর রহমান ও রাজ্জাকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যাইনি।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান জানান, এব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।