ঝুঁকিতে ঝুলছে সেতু, ভেঙে পড়েছে বর্ডারগার্ড” এমন বিভিন্ন শিরোনামে ফলাও করে প্রচার হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী নতুন বাজারের ক্ষতিগ্রস্ত সেতুর খবর। গত বছর চরম জনদূর্ভোগের সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ পায় বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় এক পর্যায়ে শৈলকুপা ১ আসনের সাংসদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জনাব আব্দুল হাই এবং পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্ত্তৃপক্ষের নিবিড় প্রচেষ্টায় শুরু হতে যাচ্ছে ব্রীজের কাজ। প্রায় ৪ কোটি টাকা বরাদ্দের এ ব্রীজ সম্পন্ন হতে এখন মাত্র সময়ের ব্যবধান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এমপি আব্দুল হাই এর নিজ বাসায় সীমিত পরিসরের আয়োজনে তিনি এ ব্রীজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, যুগ্ম- আহবায়ক সরোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম, ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক প্রমুখ।