জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আব্দুল হালিমের মেয়ে রাজবিন হুসনার হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় দিকে বাজার কমিটির আয়োজনে গাংনী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম।
এসময় সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালাম, পৌর কাউন্সিলর নবীরুদ্দীন, বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : শোভা রাজবিন হুসনাকে তার স্বামী রবিউল ইসলাম ঢাকার একটি ভাড়া বাসায় ১১ সেপ্টম্বর পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। এ হত্যার একমাত্র আসামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে ইতোপুর্বে মানববন্ধন করা হয়।