মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অডিটেরিয়ামে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় ২৫ মার্চ কালো রাতের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আজহার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, আব্দুল জাব্বার, মর্তুজা ফারুক, মমতাজ পারভিনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মশিউর রহমান প্রমুখ। পরে ২৫ মার্চ রাতে শহীদদের আত্মার মাগফেরাত করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম।
মেপ্র/এমএফঅর