জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
একইভাবে বঙ্গবন্ধুমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টূর্ণামেন্টের (বালিকা) চ্যাম্পয়িন হয়েছে একই বিদ্যালয়ের খুদে খেলোয়াররা ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রানার্স আপ হয়েছে আশরাফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধুমাতা শেখ ফজিলাতুন্নেছা বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টের (বালিকা) আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মেহেরপুর সদর উপজেল প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলা বামনপাড়া কাজী কুদরুলতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে আনুষ্ঠানিকভাবে ট্রপি তুলে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কাজী কুদরুলতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক প্রতিনিধি ও রঘুনাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আপিল উদ্দীন।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে সদর উপজেলার আশরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক এবং আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত করে একই বিদ্যালয়ের বালিকা দল।