এ্যাজমা থেকে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সংগ্রাম কমিটির সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী। গতবুধবার রাত ২ টার দিকে শ্বাস নিতে কষ্ট হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে রবিবার দুপুর প্রযন্ত আব্দুল মোমিন সুস্থ রয়েছেন বলে জানা গেছে। আগের থেকে তার শরিলের অবস্থা অনেকটাই স্বাভাবিক।
আব্দুল মোমিনের ছেলে জানায়,১০ বছর থেকে আব্বুর এ্যজমার সমস্যা রয়েছে। মাঝে মাঝে উনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। কিন্তু বুধবার রাতে হঠাৎ করে একটু বেশিই অসুস্থ হয়ে পরেন তিনি।
পরে তিনি কথা বলা বন্ধ করে দিলে আমরা তাকে মুজিবনগর সরকারী স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসি। পরে ডাক্তার তিনাকে হাসপাতালে ভর্তি করিয়ে নেন। গত তিনদিন চিকিৎসা করার পর আজ সকাল থেকে তিনি একটু সুস্থ আছেন।কথা বলতে পারছেন।তবে নিশ্বাসের একটু কষ্ট হওয়ায় তার নাকে অক্সিজেন দিয়ে রেখেছেন। পরিবারের সদস্যরা জানান,হাসপাতালের পক্ষ থেকে খুব সুন্দর ভাবে চিকিৎসা প্রদান করছে৷চিকিৎসার কোন ধরনের কোন ট্রুটি রাখেনি।
সুন্দর চিকিৎসা ব্যাবস্থাপনায় পরিবারের পক্ষ থেকে সকলেই অনেক খুশি। আব্দুল মোমিন চৌধুরীর চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ড. মাহুমুদুর রহমান শিমুল জানান,তিনি দির্ঘদিন থেকেই এ্যাজমা রোগের প্রেষেন্ট। হঠাৎ করেই বুধবার তিনার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়।চিকিৎসা দেওয়ার পর আগের থেকে রুগি অনেকটাই সুস্থ রয়েছেন। একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
অক্সিজেন বিহিন স্বাভাবিক শ্বাস নিলেই তিনাকে ছারপত্র দিয়ে দেওয়া হবে। এদিকে আব্দুল মোমিন চৌধুরীর অসুস্থার কথা শুনে মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনসহ দলীও ও বিরোধীদলীও বিভিন্ন নেতাকর্মিরা তাকে দেখতে আসেন।