ঝক ঝকে নীল আকাশভরা
ধব ধবে সাদা মেঘ
শ্বেতবসনা এক তরুণী
কেঁড়ে নেয় আবেগ।
হাসনাহেনা শিউলিফুল
কাশেভরা নদীকূল
মুগ্ধ পরিবেশ
শরতকন্যা ঐ খেলে যায়
মনভরে যায় দোল খেয়ে যায়
নৃত্যরত আবেশ।
চেয়ে দেখি ঐ দূর
যেন এক অচিনপুর
মন হারায়ে যায়
খোলা গায়ে খালি পায়ে
সবুজ গাঁয়ে গাছের ছায়ে
হাঁটি চপল পায়।