মিষ্টিরোদের হালকা ছোঁয়া
সূয্যি ওঠে হেসে,
ঝলমলে দিন কাটতে থাকে
আলতো হাওয়ায় ভেসে।
নীল আকাশের শান্ত ছায়ায়
মেঘবালিকা নাচে,
কচিপাতায় দুলুনি খায়
চিরহরিৎ গাছে।
নদীর তীরে কাশের বনে
মৃদু কাঁপন লাগে,
শিশিরভেজা দূর্বাঘাসে
প্রাণের পরশ জাগে।
স্বচ্ছ জলে বালিহাঁসে
নিবিড় সাঁতার কাটে,
চোখ জুড়ানো রূপ মনোহর
কাজলমাখা মাঠে।
এই বৃষ্টি আসে ঝেঁপে
হঠাৎ আবার থামে,
সজীবতার খবর শরৎ
পাঠায় সবুজ খামে।