বয়স ৩০ পার হলেই ত্বকের লাবণ্য কমতে শুরু করে। ত্বকে নানা পরিবর্তন আসতে শুরু করে। এক্ষেত্রে সিরাম ব্যবহার করাই শ্রেয়। কিন্তু ত্বকের জন্য কেমন সিরাম ব্যবহার করবেন? সে বিষয়ে রইলো কিছু পরামর্শ:
শুষ্ক ত্বকের জন্য
ত্বক যদি হয় শুষ্ক তাহলে ভিটামিন ই সিরাম ব্যবহার করুন। গ্লাইকোলিক অ্যাসিড ও হাইড্রোলিক অ্যাসিডও থাকতে হবে। এগুলো ত্বককে ময়েশ্চারাইজ করবে।
তৈলাক্ত ত্বকের জন্য
ত্বক তৈলাক্ত হলে অনেক ভেবেচিন্তে সিরাম বাছাই করতে হয়৷ ত্বকে অনেক বেশি সিরাম তৈলাক্ততা আরও বাড়াতে পারে। সেক্ষেত্রে জেল বেজড সিরাম নেয়াই ভালো।
সাধারণ ও মিশ্র ত্বকের জন্য
এই ধরনের ত্বকের জন্য ভিটামিন সি ও রেটিনল সমৃদ্ধ সিরাম নেওয়া জরুরি।
ব্রণর সমস্যা বাড়তি হলে
স্যালিসিলিক অ্যাসিড ও জিঙ্কসমৃদ্ধ সিরাম ব্রণের সমস্যা বাড়তে দিবে না।
সজীব ত্বকের জন্য
ত্বকের সজীবতা ফিরে পেতে অ্যান্টি-অক্সিডেন্ট ও গ্রিন টি এর নির্যাসসমৃদ্ধ সিরাম ব্যবহার করুন।
সূত্র: ইত্তেফাক