এক হামলায় বদলে গেছে কারিনা কাপুর ও সাইফ আলি খানের জীবন। নিরাপত্তা নিয়ে তারা এখনও অনেক সচেতন থাকছেন। এই তো কিছুদিন আগে, এই দম্পতি সাংবাদিকদের দেখে অনুরোধ করেন তারা যেন তাদের সন্তানদের ছবি না তোলেন। কিছুদিন আগে সাইফের ওপর যে হামলা সেই কথা মাথায় রেখে, নিরাপত্তার কারণেই যে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
শুধু কি তাই। ওই হামলা কারিনার মেজাজে প্রভাব ফেলেছে। সেটি প্রমাণ পাওয়া যায় ছোট ছেলে জেহকে ধমকানোর ঘটনায়।
একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে জেহ রাস্তায় বেরিয়ে হাত না ধরায় তাকে ধমক দেন অভিনেত্রী। কেউ কেউ কারিনার এই কাজে অসন্তুষ্ট হলে অনেকেই আবার তাকে সমর্থন করেছেন। বুঝেছেন ছেলের নিরাপত্তার কারণে, ভালোর জন্যই বকেছেন। কেউ কেউ আবার মনে করেছেন তারকা হোক বা সাধারণ কোনো নারী, সব মায়েরাই আদতে এক।
রোববার কারিনা তার দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে গেটওয়ে অব ইন্ডিয়ায় যান। সেখানে স্কুলের বন্ধু এবং শিক্ষকদের সঙ্গে দুই খুদে মজা করছিল। তাও দুই ছেলের ওপর দিয়ে নজর সরেনি নায়িকার।
এদিন কারিনার পরনে ছিল লাল রঙের একটি শার্ট এবং প্যান্ট। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও এদিন তিনি তার সন্তানদের নিরাপত্তার দিকে কড়া নজর রাখেন। সব যেন ঠিকঠাক থাকে সেটাও খেয়াল করেন। এর মধ্যেই জেহকে হাত দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তখনই অভিনেত্রী তাকে ধমক দেন এবং বলেন, ‘তোমায় বলছি না হাত ধরে থাকতে।’
কারিনার এই ভিডিও দেখে তার অনুরাগীরা যারপরনাই মুগ্ধ। তাদের মতে অভিনেত্রী একজন আদর্শ মা। আর চার পাঁচজন মায়ের মতোই তিনি তার সন্তানের প্রতি যত্নশীল, তাই ভালোর জন্যই বকা দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘ও যদি কঠোর না হতো তখনও কথা শুনতে হতো এখনো হচ্ছে। কী জ্বালা!’ আরেকজন লেখেন, ‘তো কী করবে? বাচ্চাকে না বকে রাস্তায় হুটোপুটি করতে দেবে?’
সূত্র: যুগান্তর