কবি সংসদ বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও ছারাকার তহিদুল ইসলাম কনক এ অনুমোদন দেন।
কমিটিতে সভাপতি হিসেবে কবি নুরুল আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে কবি জি. এফ মানুন (লাকী) কে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদে রয়েছেন ডাঃ গাজী রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ ও রফিক উল আলম।
সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন কবি গাউস-উল-আযম, কবি ফজলুল হক সিদ্দিকী ও মোঃ আবদুল হাসেম।
কোষাধ্যক্ষ হিসেবে ডাঃ মহিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক হিসেবে নাসির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে নূর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আসাদুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এস এম এ মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মামদুদা খানম, নাট্য সম্পাদক হিসেবে মিনারুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম (কামরান) দায়িত্ব পালন করবেন।
এছাড়াও নির্বাহী সদস্য পদে দায়িত পালন করবেন মীর রওশন আলী মনা, বাশরী মহন দাস, ম. গোলাম মোস্তফা, মোঃ মহসিন, উবাইদুর রহমান, আবু লায়েস লাবলু, এস এম শহীদুর রহমান, সাইফুল ইসলাম, হেলাল উদ্দীন হিলু, লিয়াকত হোসেন, শওকত আরা মিমি, ফিরাতুল ইসলাম, আতিয়া খন্দকার ইতি ও মোঃ সোহেল রানা।