সময়ের ঠোঁটে দেখি জাগতিক নেশার সুখ!
নেশার পিলগুলোও খাবলে ধরছে প্রজন্মের ভবিষ্যৎ!
আগামীর স্বাস্থ্য লিক লিকে টিকটিকির শরীর।
ওষ্ঠ্যের চার পাশে ছাই-ভস্মের ছোপ ছোপ দাগ!
প্রযুক্তির সুখ দাঁড়িয়েছে সুখের পথ আগলে।
ক্ষণিকটা সুখ…তাও ক্রমশ ব্র্যাকেট বন্দী জীবনে।
মানুষগুলো ধীরে ধীরে আটকে পড়ছে স্বতন্ত্র সত্ত্বায়
জীবন বোধের খাতায় মিলছে মাকাল ফল।
তবু সুখের মজলিশ বসুক আশার ব্যালকনিতে
বোধের চাবিটা খুঁজে পাক অন্তহীন সুখের আঁকড়।