করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করায় চুয়াডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি শহরের বিভিন্ন এলাকায় এসব আদালত পরিচালিত হয়। এতে সাতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য চুয়াডাঙ্গা জেলার বিদেশ থেকে আগত সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধকরণ, বাজার মনিটরিং এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসনের একাধিক আদালত জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। দিনব্যাপি কার্যক্রমে আদালত জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় সাতজনকে জরিমানা করা হয়।