গত কয়েকদিন থেকে মেহেরপুরসহ দেশে শত্য প্রবাহ চলছে। এই শীতে সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে গরিব অসহায় দুস্থ মানুষেরা। এসব মানুষের পাশে দাঁড়াতে সাংবাদিক তাপস শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
গতকাল রবিবার তার নিজ গ্রাম গাংনীর ঢেপা ও পাশের গ্রাম জুগিন্দা তে ১০০ কম্বল গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
এ সময় কম্বল পেয়ে এক বৃদ্ধ মহিলা জানান, এই শীতে সবার আগে তাপসের কাছ থেকে কম্বল পেয়ে আমি খুব আনন্দিত। আল্লাহ যেন তাকে আরো দেওয়ার তৌফিক দান করেন।
সাংবাদিক তাপস জানান, মূলত আমি একটা মেসেজ দিতে চাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে যার যতটুকু সামর্থ্য আছে সে যেন সমাজের অসহায় ও গরীব মানুষের পাশে থাকে।
এদিকে তাপসের এই মহতি উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
সাংবাদিক রেজ আন উল বাসার তাপস বেসরকারি টেলিভিশন এনটিভি মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
-নিজস্ব প্রতিনিধি